ভারতে ২৪ ঘণ্টায় ৯৭,৫৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত, মৃত ১,২০১

    বাংলাদেশমেইল: ভারতে ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৫৭০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের নিরিখে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ রেকর্ড। একইসময়ে ১ হাজার ২০১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

    সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এবং ৭৭ হাজার ৪৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩৬ লাখ ২৪ হাজার ১৯৬ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৯ লাখ ৫৮ হাজার ৩১৬ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

    গতকাল ১১ সেপ্টেম্বর (শুক্রবার) ১০ লাখ ৯১ হাজার ২৫১ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে ওইদিন পর্যন্ত ৫ কোটি ৫১ লাখ ৮৯ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।দেশে বর্তমানে সুস্থতার হার ৭৭.৭৭ শতাংশ। সক্রিয় করোনারোগীর হার ২০.৫৬ শতাংশ। মৃত্যু হার দাঁড়িয়েছে ১.৬৬ শতাংশ।

    এদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) পরিচালিত প্রথম জাতীয় সেরো সার্ভের চাঞ্চল্যকর রিপোর্টে প্রকাশ, ১১ মে থেকে ৪ জুন পর্যন্ত সারাদেশের ০.৭৩ শতাংশ প্রাপ্তবয়স্ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংখ্যার নিরিখে যা ৬০ লাখ ৪০ হাজার! পাশাপাশি, গ্রামীণ ভারতে ৬৯.৪ শতাংশ মানুষ সংক্রামিত হয়েছেন। আর শহরে বস্তি এলাকা বাদে ওই সংখ্যা ১৫.৯ শতাংশ। আইসিএমআর পরিচালিত ওই জরিপ রিপোর্ট ‘ইন্ডিয়ান জার্নাল মেডিক্যাল রিসার্চ’-এ প্রকাশিত হয়েছে।

    গত ১১ মে থেকে ৪ জুন পর্যন্ত ২৮ হাজার ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে সেরো জরিপ চালানো হয়েছিল। সেখানে ১৮/৪৫ বছর বয়সি ব্যক্তিরা সবথেকে বেশি (৪৩.৩ শতাংশ) আক্রান্ত হয়েছেন। আর সবথেকে কম আক্রান্ত হয়েছেন ৬০ বছরের বেশি ব্যক্তিরা (১৭.২ শতাংশ)।