নতুন আইনে প্রথম রায়
    টাঙ্গাইলে ধর্ষণ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড

    বাংলাদেশ মেইল :: 

    টাঙ্গাইলে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

    সরকার আইন সংশোধন করে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড ঘোষণার করার পরপরই এই রায় দেওয়া হলো।

    দণ্ডপ্রাপ্ত আসামি জেলার মধুপুর উপজেলার বাসিন্দা সঞ্জিত ও গোপি চন্দ্র শীল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। বাকি তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছে।

    তানভীর আহমেদ জানান, ‘২০১২ সালের জানুয়ারি মাসে জেলার ভুঞাপুরে এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এই মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালতের বিচারক। এসময় প্রত্যেক আসামিকে আদালত এক লাখ টাকা করে জমিরানা করেছেন। এখনও রায়ের কপি হাতে পাইনি, কপি হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’