যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে বেশি আয়কর দিয়েছেন ট্রাম্প

    বাংলাদেশ মেইল ::

    চীনে প্রায় দুই লাখ ডলার আয়কর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্টে এমন দাবি করে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে বা নিজের দেশে যে আয়কর দিয়েছেন তার চেয়ে শতগুণেরও বেশি আয়কর দিয়েছেন চীনকে। কারণ, চীনে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে এমন একটি গোপন ব্যাংক একাউন্ট আছে। এর মাধ্যমে তার ওই প্রতিষ্ঠান লাইসেন্সের মাধ্যমে ব্যবসা করছিল। এর ফলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীন বিরোধী যে অবস্থান নিয়েছেন, চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ ঘোষণা করেছেন- তাতে তার নির্বাচনী প্রচারণাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কথা লিখেছে লন্ডনের অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসের হাতে ট্রাম্পের যে আয়কর রিপোর্ট এসেছে তাতে দেখা গেছে ওই একাউন্ট নিয়ন্ত্রণ করে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে এর বিপরীতে চীনকে আয়কর দিতে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৬১ ডলার বা প্রায় দুই লাখ ডলার।

    পক্ষান্তরে ২০১৬ ও ২০১৭ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রে আয়কর দিয়েছেন মাত্র ৭৫০ ডলার।