পোশাক বিধি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয়ায়
    জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ

    বাংলাদেশ মেইল ::

    কার্যালয়ে মুসলমান কর্মীদের জন্য পোশাক বিধি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয়ায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। বৃহস্পতিবার বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিসে ডা. রহিমকে কারণ দর্শানোর পাঠিয়ে তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
    গত বুধবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম তার কার্যালয়ে মুসলমান নারী কর্মীদের হিজাব ও গোড়ালির নিচে এবং পুরুষ কর্মীদের গোড়ালির উপরে কাপড় পরার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়।

    এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান বলেন, মুসলমান কর্মীদের পোশাক নির্দিষ্ট করে দেয়ার এই নির্দেশ আপত্তিকর। তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। তিন দিনের মধ্যে এ নোটিসের জবাব না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।