চট্টগ্রামে একদিনে ২৪২ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে একদিনে

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পেয়েছে। রবিবার এক হাজার ২৭০টি নমুনা পরীক্ষায় ২৪২ জনেরই করোনা শনাক্ত হয়েছে।

    সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দাই ২০০ জন। জুন মাসের পর গত পাঁচ মাসে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

    চট্টগ্রামের আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৭টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১৪ জনের।

    এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ৫৯ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করে নয়জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।