আনোয়ারায় বিএসটিআই’র অনুমোদন ও লাইসেন্স না থাকায় বিস্কুট কারখানাকে জরিমানা

    বাংলাদেশ মেইল ::

    বিএসটিআই এর অনুমোদন ও লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে আনোয়ারা থানার পশ্চিম শোলকাটার অবস্হিত খাজা আইমণি ফুড এন্ড বেভারেজ (শিফা) -কে ৩০,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

    সোমবার (৭ ডিসেম্বর) নিরাপদ খাদ্য বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
    এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানবীর হাসান চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

    এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানবির হাসান চৌধুরী বলেন, বিএসটিআই এর অনুমোদন না থাকা এবং নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে খাজা আইমণি ফুড এন্ড বেভারেজ (শিফা) -নামে একটি প্রতিষ্টানকে ৩০,০০০ টাকা করা হয়। নিরাপদ খাদ্য বাস্তবায়নের জন্য ভেজাল বিরোধি এ অভিযান অব্যাহত থাকবে।।