নিলুফা ইয়াসমিন জয়িতার লিখায় –দ্বিধাকরণ

    দ্বিধাকরণ

    নিলুফা ইয়াসমিন জয়িতা

    শহর আজ ভিজছে আকাশের ভালবাসায় আমি ভাসান দিই পেলব পলকে পলকে।

    অস্পৃশ্য ছুঁইমুই খেলায় পান করি তোমার স্বপ্নচোখ হারায় হৃদয় চুমুকে চুমুকে।

    আমার চোখে বিষন্নতার আকাশ আজ, প্রশ্নের পর প্রশ্নের সেতু, কেন তবে তোমার চোখে চোখ রেখেছি…? তোমার চোখে আমাকেই কেন দেখেছি..?

    তোমার স্বপ্নের খেয়া চড়ে হই বাউলা পাখি তোমার সুরে তান ধরে নিঃসঙ্গ একতারা সব শূন্যতা হৃদয়কে আধার করে স্পন্দনের রক্তক্ষরণে ডুবতে ডুবতে সময়ের ঝরাপাতারা উড়তে উড়তে ফিসফিস করে বলে ভালবাসি বড্ডো ভালবাসি। রীতিনীতির বেড়াকে তুড়ি মেরে উড়িয়ে জীবনপথের বাঁকে বাঁকে!!