বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উদযাপিত

    বাংলাদেশ মেইল ::

    নানা আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উদযাপিত হয়েছে। আজ বুধবার সকালে দিনটি উপলক্ষে বান্দরবানে জেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্ণা। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ষপূতির ২৩তম কেক কাটা হয়। এসময় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদ, সিভিল সার্জন ডা: অংসুই প্রু, পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু প্রমুখ। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বর্ষপূর্তি উপলক্ষে আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো: শাহীদুল ইমরান। এসময় অন্যদের মধ্যে সদর জোন আকতার উজ সামাদ রাফি, সেনাবাহিনীর বান্দরবান সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাফমিদা প্রমুখ উপস্থিত ছিলেন।