আনোয়ারায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

    ইকবাল বাহার, আনোয়ারা প্রতিনিধি ::

    স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন না থাকায় এবং স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা করার দায়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিক জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সেবা প্রদান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

    বৃহস্পতিবার (৩রা নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানবির হাসান চৌধুরী অভিযান চালিয়ে ষ্টার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানটি ৫০০০ টাকা এবং ছায়াপদ ক্লিনিক নামে আরও একটি প্রতিষ্ঠানকে ২৫০০০ টাকা জরিমানা করা হয়।
    প্রয়োজনীয় কাগজপত্র বিহীন, স্বাস্থ্যঝুঁকি, এবং অদক্ষ টেকনেশিয়ান দ্বারা এসব পরিচালিত হয়ে আসছিল।

    এ সম্পর্কে বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানবির হাসান চৌধুরী বলেন,
    স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন না নিয়ে খুবই খারাপ পরিবেশে স্বাস্থ্যবিধি না মেনেই প্রতিষ্ঠান গুলো পরিচালিত হয়ে আসছিল। নেই কোন দক্ষ টেকনেশিয়ান।
    এধরনের অপরাধ আবারও করলে এসব প্রতিষ্টান সিলগালা করে দেওয়া হবে বলে সর্তক করা হয়। স্বাস্হ্য সেবার মান অক্ষুন্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।