নগরীর সাগরিকায় জুট গুদামেসাগরিকায় গ্যারেজে আগুন পুড়ল ৭ গাড়িসাগরিকায় গ্যারেজে আগুন পুড়ল ৭ গাড়ি, জুট গুদাম জুট গুদাম আগুন

    সাগরিকায় গ্যারেজে আগুন পুড়ল ৭ গাড়ি, জুট গুদাম

    নগরীর বন্দর থানার স্ট্র্যান্ড রোডের সাগরিকা এলাকায় আগুনে পুড়েছে জুট কাপড়ের গুদাম, গাড়ির গ্যারেজ, ওয়ার্কশপ ও চায়ের দোকান। এসময় ৭টি গাড়ি পুড়ে গেছে। এতে প্রায়ে দেড় কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

    মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, আগুন লাগার খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল সাড়ে আটটায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

    তিনি জানান, অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।

    এদিকে ক্ষতিগ্রস্ত ৭টি গাড়ির মালিক আব্দুল করিম চট্টলার খবরকে বলেন, যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে সেই জায়গা নিয়ে গত একমাস ধরে গণ্ডগোল চলছে। ধারণা করা হচ্ছে এটা পরিকল্পিতভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে আমাদের ৭টি নোহা ও প্রাইভেটকার পুড়ে গেছে। প্রতিটি নোহার দাম ৩০ লাখের বেশি। প্রতিটি প্রাইভেট কারের মুল্য ২৫ লাখের বেশি। এছাড়া একটি মোটর বাইকও পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে গ্যারেজে ক্ষতি হয়েছে দেড় কোটি টাকা।