চট্টগ্রামে হিজবুত তাহরীরের দুই সদস্য দণ্ডিত

    বাংলাদেশ মেইলঃঃ

    চট্টগ্রামে হিজবুত তাহরীরের দুই সদস্যের চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় প্রদান করেন।

    দণ্ডিতরা হলেন- মোহাম্মদ সাইমন আলম চৌধুরী সাঈম (২৬) ও সিরাজুল ইসলাম রহিম (২৭)। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর হিজবুত তাহরীরের পোস্টার, লিফলেট ও বইসহ চান্দগাঁও থানা পুলিশের হাতে গ্রেফতার হন সাঈম ও রহিম। তাদের সেই পোস্টারে রাষ্ট্র ক্ষমতা দখলে সেনাবাহিনীকে উষ্কানি দেয়াসহ রাষ্ট্র বিরোধী বিভিন্ন স্লোগান ছিল।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনোরঞ্জন দাশ বলেন, ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্তদের অপরাধ প্রমাণ হওয়ায় এ রায় প্রদান করেছেন আদালত। আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।