টেকনাফের যুবলীগ নেতা খোকনের বিরুদ্ধে দুদকের মামলা।

    বাংলাদেশ মেইলঃঃ

    নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা দিতে না পারায় কক্সবাজারেরর টেকনাফের যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

    বুধাবার(২৪ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ২ এর উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ শরিফ উদ্দীন এই মামলা করেন।মামলার আসামী আমজাদ হোসেন খোকন কক্সবাজারের টেকনাফে বাহারছড়া শ্যামলাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। দুদকের উপ- সহকারী কর্মকর্তা শরীফ উদ্দীন জানান খোকনের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে যা তাঁর আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়।তিনি জানান, সম্পদ বিবরণী দাখিল করতে দুদক খোকনকে গত ২২শে সেপ্টেম্বর নোটিশ প্রদান করেন কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি এমনকি সময় বৃদ্ধির আবেদনও করেননি।জানা যায় টেকনাফে কোটি টাকা ব্যয় করে ডুপ্লেক্স বাড়ি করেন যুবলীগ নেতা আমজাদ হোসেন দৃশ্যমান কোন ব্যবসা বা চাকরি না করেও কীভাবে বাড়ি করেছেন সেটা নিয়ে তদন্তে নামে দুদক।২০১৩ সালে শ্যামলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তৈরী করা মাদক কারবারীদের তালিকায় যুবলীগ নেতা খোকনের নামও ছিলো।