দেশের সংবিধানের অন্যতম মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতা-ধর্ম প্রতিমন্ত্রী

    বাংলাদেশ মেইল ::

    ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ দেশের সংবিধানের অন্যতম মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতা। তাই সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাঁদের ধর্ম-কর্ম পালন করে থাকেন।

    শুক্রবার (৫ মার্চ) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়ায় সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির প্রাক্তন সভাপতি ও খুসাঙ্গের পাড়া বৌদ্ধ বিহারের মহাধ্যক্ষ কর্মজ্যোতি জিনান্দন মহাথের এর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ধর্ম নিরপেক্ষতার আদর্শে উদ্ভাবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক সােনার বাংলা প্রতিপাদ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় দল-মত -ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণ আবশ্যক। এদেশের উন্নয়ন অভিযাত্রায় সকল সম্প্রদায়ের পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় জনগােষ্ঠী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

    বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের এর সভাপতিত্বে অনুষ্টানে উদ্বোধক ছিলেন। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, স্বাগত বক্তব্য রাখেন কর্মজ্যোতি জিনানন্দ মহাথেরের ভাতুষ্পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া এবং বিজয় বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার ১ আসনের সাংসদ জাফর আলম, দিনাজপুর ১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খাঁন এমপি , আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তাফা, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশীদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলার পুলিশ সুপার আফজলুর রহমান টুটুল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু প্রমুখ।