সরকার বিরোধী আন্দোলনকারীদের হুমকি দিলো বাহরাইনের নিরাপত্তা বাহিনী

    বাংলাদেশ মেইল ::

    কোনো দেশই সরকার বিরোধী আন্দোলন কখনোই পছন্দ করে না। সরকারবিরোধী আন্দোলনকারী নারী ও কিশোরীদের ধর্ষণের মতো জঘন্য বর্বরতা চালানোর হুমকি দিলো বাহরাইনের নিরাপত্তা বাহিনী। সেই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের রিপোর্ট থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে বাহরাইন সরকারের বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে আন্দোলন শুরু হয়। তবে গত এক দশক ধরে কঠোর দমন-পীড়নের মাধ্যমেও বন্ধ করা যায়নি সেই আন্দোলন । আন্দোলনে যোগ দেয়ার জন্য যেমন একদিকে রাজনীতিবিদদের আটক করা হয়েছে। তেমনি অন্যদিকে আটক করা হয়েছে সংবাদ মাধ্যম কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের। বাদ পড়েনি কেউ।

    আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু, কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও রয়েছেন। দেশটিতে বিরোধীদের আন্দোলন দমানোর নামে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও পশ্চিমা দেশগুলো একেবারে চুপ রয়েছে। শুধু তাই নয় তাদের দেয়া নানা সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বাহরাইনের জনগণের বিরুদ্ধে। এ বিষয়ে বাহরাইন সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন তারা তাদের দেশে কোনো ধরনের আন্দোলন বরদাস্ত করবেন না। তাই এই ধরনের আন্দোলনকে তারা কঠোর হাতে দমন করবেন। যদিও বাহরাইনের বিরোধী দলের নেতারা জানিয়েছেন সরকার আগে থেকেই জনগণের কণ্ঠরোধ করতে চাইছে। কিন্তু এই কাজ সরকার করতে পারবে না। দেশের মানুষ যদি এক হয়ে সরকার বিরোধী মন্তব্য করে তবে তারা তাদের পাশে থাকবে। দেশের জনগণের রায় মাথা পেতে নিতে হবে বাহরাইন সরকারকে।