ব্রাজিলে করোনায় একদিনে ১৭৩৮ মৃত্যু

    বাংলাদেশ মেইল ::

    কোভিড-১৯ মহামারি বিধ্বংসী রূপ নিয়েছে ব্রাজিলে। করোনার দ্বিতীয় ঢেউয়ে রোজ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। মাঝে ভাইরাসের দাপট কিছুটা কমলেও ফের আশঙ্কাজনক হারে বেড়েছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত একদিনে ১৭৩৮ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৩১ জন।

    দেশটিতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৮৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৫ লাখ ২১ হাজার ৪০৯ জন। কয়েকদিনে দেশটিতে করোনা আক্রান্ত বয়স্কদের চেয়ে তরুণদের অবস্থাই বেশি খারাপ হচ্ছে।

    এদিকে, সংক্রমণ ও মৃতের সংখ্যার দিক থেকে তালিকায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে ৪৬০ জনের প্রাণহানিতে মোট মৃত্যু ৫ লাখ ৭৬ হাজরের বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

    মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৮২৯ জন।

    উল্লেখ্য,চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু বাড়ছে।