সাতটি স্টার্টআপ প্রতিষ্ঠান পেল ১৫ কোটি টাকা মুলধন

    বাংলাদেশ মেইল ::

    মুজিববর্ষ উপলক্ষে ৫০টি উদ্যোগকে ১০০ কোটি টাকা তহবিল সহযোগিতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এর অংশ হিসেবে প্রথম ধাপে দেশীয় সাতটি স্টার্টআপ প্রতিষ্ঠানকে মোট ১৫ কোটি টাকা বিনিয়োগ আকারে মূলধন দেওয়া হয়েছে।

    ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের মাধ্যমে এই বিনিয়োগ করে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেড।

    বুধবার (৩১ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।এ সময় বিনিয়োগ পাওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।

    বিনিয়োগ পাওয়া স্টার্টআপগুলো হলো—চালডাল ডটকম, পাঠাও, সেবা এক্সওয়াই জেড, ইন্টিলিজেন্স মেশিন, এড্যু হাইভ, ঢাকা কাস্ট ও মনের বন্ধু।

    বিএম/আ.আ.মা