পরিবারের অভিযোগ
    শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে উঠিয়ে নিয়েছে র‍্যাব

    বাংলাদেশ মেইল ::

    মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে র‍্যাব তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। পরিবারের সদস্যরা অভিযোগ করেন মঙ্গলবার দিবাগত রাত (৭ এপ্রিল)  তাকে বাসা থেকে র‍্যাব পরিচয় দিয়ে  তুলে নেয়া হয়েছে৷

    পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমে ফোন করে জানানো হয় তার ২ টা ৪৫ মিনিটের দিকে র‍্যাবের পরিচয় দিয়ে বাসা থেকে উঠিয়ে নেয়া হয়েছে তাকে। তবে এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে এখনো পরিস্কার করে কিছু বলা হয়নি।

    জানা গেছে শিশুবক্তা হিসেবে পরিচিত হলেও তিনি  শিশু নন। তার জন্ম ১৯৯৫ সালে  তবে শিশুবক্তা শব্দটি ব্যবহার হয় বিভিন্ন সময়।

    রফিকুল ইসলাম রাজধানীর বারিধারায় মাদানী এভিনিউয়ের পাশে অবস্থিত জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়েছেন। এ ছাড়া তিনি বিএনপি-জামায়াত জোটের শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহ-সভাপতি তিনি।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে এর আগেও গত বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৫টার আটক হয়েছিলেন ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানী। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়৷