লরির ধাক্কায় ট্রাক হোটেলে, নিহত ৩

    বাংলাদেশ মেইল ::

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় লরির ধাক্কায় ট্রাক হোটেলে ঢুকে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী আলমগীর হোসেন (২৭), মোটরসাইকেল আরোহী পেয়ার আহম্মেদ (৩৫) ও লরিচালক মো. রাসেল (৩৮)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটগ্রাম পুরাতন সড়কের মাথায় বেলা ১১টার দিকে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় মহাসড়কে ঢাকামুখী একটি লরি তার সামনে থাকা রিকশা ও মোটরসাইকেল নিয়ে সজোরে ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটি তখন মহাসড়কের পাশের মিতালি হোটেলে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন সাত জন।

    খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতক ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, লরি, ট্রাক, মোটরসাইকেল ও রিকশা একসঙ্গে দুর্ঘটনায় জড়ায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তি ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার শেষে ফাঁড়িতে নেয়।