মহড়ায় গিয়ে ৫৩ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন

     বাংলাদেশ মেইল ::

    ৫৩ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন। জানা গেছে, মহড়া করতে যাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির। কেআরআই নাংগালা-৪০২ নামের এই জার্মান সাবমেরিনটি ৪৪ বছরের পুরোনো বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। এর সন্ধান পেতে অভিযান চলছে।
    এদিকে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবমেরিনটি সর্বশেষ যেখানে ডুব দিয়েছিল সেখানে তেল ছড়িয়ে আছে। বুধবার ভোরের দিকে বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে থাকার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ডুবে গেছে এটি। এরইমধ্যে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের কাছে সাহায্যের অনুরোধ চেয়েছে ইন্দোনেশি।

    দেশগুলো সারাও দিয়েছে। ইন্দোনেশিয়ার মোট ৫টি সাবমেরিন ছিল। এরমধ্যে একটি ছিল এই কেআরআই নাংগালা-৪০২ ।