মতিঝিল থানার মামলায় সাত দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানী

    বাংলাদেশ মেইল ::

    রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশু’বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান বৃহস্পতিবার শুনানি শেষে (ভার্চুয়ালি) এ আদেশ দেন।

    মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা কাজি নাসিরুল ইসলাম (পরিদর্শক) মামলার সুষ্ঠু তদন্তের জন্য রফিকুল ইসলাম মাদানীকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

    রিমান্ড শুনানিকালে কাশিমপুর কারাগারে আটক থাকা মাদানীকে ভার্চুয়াল আদালতে যুক্ত করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদনান শান্ত নামের এক ব্যক্তি মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

    আগের দিন বুধবার মতিঝিল থানার আরেক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    গত ৭ এপ্রিল নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাবের একটি দল।