অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

    বাংলাদেশ মেইল ::

    অবশেষে জামিন পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। রবিবার আদালত তার জামিনের আদেশ দেন।

    আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেওয়া হয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর গত বৃহস্পতিবার শুনানি হয়। আদালত রবিবার জামিন আদেশ দেবার কথা জানায়।

    আজ রবিবার (২৩ মে) সরকারি ‘গোপন নথি’ সরানোর মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে শর্তসাপেক্ষে জামিন আদেশ দেন আদালত।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর গেল বৃহস্পতিবার শুনানি হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এ শুনানি হয়েছে।

    পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা -কর্মচারীরা । পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোপন নথি সরানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।