একদিনে মৃত্যু ১৭, শনাক্ত ১৪৯৭

    চট্টগ্রামে একদিনে

    বাংলাদেশ মেইল ::

    করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৪৯৭ জন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৫৮ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৯৭ জন। মোট শনাক্ত ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১০৫৬ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে আরো জানানো হয়, ৪৮৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৪২টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৮ লাখ ৭১ হাজার ৩৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ।

    প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।