এস এস পাওয়ার প্ল্যান্টের ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এস, এস, পাওয়ার প্ল্যান্টে গত ১৭ ই এপ্রিল নিহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার  (২০ মে)  দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সমেলন কক্ষে এসব চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন বাঁশখালীর সংসদ সদস্য মােস্তাফিজুর রহমান চৌধুরী।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার  এ বি এম আজাদ এনডিসি।

    এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মােহাম্মদ মমিনুর রহমান,  বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক  মুহাম্মদ নাসির উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহা পরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাতসহ অন্যান্যরা।

    চেক বিতরণ অনুষ্ঠানে বাঁশখালীর ঘটনায়  নিহত ও আহত মোট ২২ জন শ্রমিক ও শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৭  জনকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে নিহত শ্রমিকের পরিবারকে দুই লক্ষ টাকা করে  এবং আহত শ্রমিক ও শ্রমিকদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান দেয়া হয় ।