করোনায় আরও ৩৪ জনের মৃত্যু,শনাক্ত ১৪৪৪

    চট্টগ্রামে একদিনে

    বাংলাদেশ মেইল ::

    করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৪৪৪ জন।রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এখন পর্যন্ত সারাদেশে মোট  শনাক্ত ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৩৯৭ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
    সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৫০২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪১৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৯ লাখ ২৯ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

    প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।