কর্ণফুলীতে যুবলীগ নেতার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধ মিমাংসা করতে গিয়ে যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাগরের ছুরিকাঘাতে মো. মুরাদ হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার ( ১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় থানার কাছে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মুরাদ চরলক্ষ্যা গ্রামের ৪ নং ওয়ার্ডের বশর হাজীর বাড়ির মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক।

    কর্ণফুলী থানার ডিউটি অফিসার এসআই মো. দিদার জানান  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাতে বোর্ড বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি রুপ নেয় মারমারিতে।  এক পর্যায়ে মুরাদকে ছুরিকাঘাত করা হয়। এসময় তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

    এসআই আমির হোসেন বলেন, তার বুকে দুইটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। একটি ছুরিকাঘাতের গভীরতা এক ইঞ্চি ও আরেকটির গভীরতা আধা ইঞ্চি। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

    মুরাদের চাচাত ভাই মো. মনির জানিয়েছেন, এলাকায় দুই পক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধ মিমাংসার চেষ্টা করে মুরাদ। এসময় স্থানীয় যুবলীগ নেতা ও সন্ত্রাসী সাইফুল ইসলাম সাগরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা করে। ওই সময় মুরাদকে সাইফুল ইসলাম সাগর ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘাতক সাইফুল ওই এলাকার হাফেজ আহমদের ছেলে। সাইফুল স্থানীয় এক যুবলীগ নেতার সেল্টারে দীর্ঘদিন ধরে জমিজমা দখল, বেদখল ও বালি ভরাটসহ বিভিন্ন অপকর্ম করছেন বলে তিনি জানান।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাত ১১টার দিকে কর্ণফুলী থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।