চট্টগ্রামে করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৪

    চট্টগ্রামে একদিনে

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের শরীরে। এরমধ্যে নগরে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের । এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ৫১ হাজার ৯৩টি নমুনায়।

    এদিকে গত ২৪ ঘণ্টায় নগরে ৬ জনসহ চট্টগ্রামে আরও ৮ জন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে জেলায় সবমিলিয়ে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩ জন।

    শনিবার (৯ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

    প্রতিবেদনে উল্লিখিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ২২ জনের নমুনায়।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪২টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

    কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

    শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫০৬টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৪ জন ও মেডিকেল সেন্টার ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়।

    এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭টি নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সাতকানিয়ার ২ জন, বাঁশখালীর ১ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, রাউজানের ২ জন, ফটিকছড়ির ২ জন, হাটহাজারীর ১ জন, সীতাকুণ্ডের ৬ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ৩ জন।