সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ড
    মুহাম্মাদ (সাঃ) প্রতি অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা ব্রুনাই সরকারের

    বাংলাদেশ মেইল ::

    হজরত মুহাম্মাদ (সাঃ) প্রতি অবমাননা এবং সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসলামি শরীয়া আইন জারি করতে যাচ্ছে ব্রুনাই সরকার।

    নতুন শরীয়া আইনে চুরির শাস্তি হিসেবে অঙ্গচ্ছেদের বিধান থাকছে। নতুন আইন অনুযায়ী ধর্ষণ, ব্যভিচার, ব্যবচ্ছেদ, ডাকাতি এবং মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা ও মানহানিকে মৃত্যুদণ্ডযোগ্য করা হয়েছে। আর গর্ভপাতের জন্য শাস্তি হবে চুরির মতো অঙ্গচ্ছেদ।

    বুধবার এমন আইন প্রবর্তন করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অবশ্য শুধু মুসলমানদের জন্য ইসলামি শরিয়া আইন প্রযোজ্য হবে।

    দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট দেশ ব্রুনাইতে গত ৩ এপ্রিল ইসলামি শরিয়া আইন চালুর ঘোষণা দেন দেশটির সুলতান হাসানাল বোলকিয়া।আইনটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও বিভিন্ন সেলিব্রেটিদের প্রতিবাদ ও দেশটিকে বয়কটের ঘোষণার পর সমকামিতার শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ডের শাস্তি থেকে সরে এসেছে দেশটি।