দেশে চালু হলো আম পরিবহনের বিশেষ ট্রেন ‘ম্যাংগো ট্রেন’

    বাংলাদেশ মেইল ::

    চাঁপাইনবাবগঞ্চ থেকে আম পরিবহনের জন্য বিশেষ ম্যাংগো ট্রেন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (২৭ মে) প্রধানমন্ত্রী  ভিডিও কনফারেন্সের মাধ্যমে  বিশেষ এ ট্রেনের উদ্বোধন করেন।

    রাজশাহীর আমসহ সবজিজাতীয় পণ্য কম খরচে ঢাকায় পরিবহনের জন্য আজ থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

    এ ট্রেনে এ ধরনের পণ্য পরিবহনে প্রতি কেজিতে খরচ পড়বে মাত্র ১ টাকা ১৭ পয়সা। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহনে এবার প্রতি কেজিতে খরচ পড়ছে ২০ টাকার মতো।

    রেলওয়ে সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত প্রতিদিন চলাচল করবে বিশেষ এই ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বিকেল সাড়ে চারটায় ট্রেনটি ছাড়বে। রাজশাহী স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত দুইটায়। আম নামিয়ে রাতেই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।

    বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া জানান, ম্যাংগো স্পেশাল ট্রেনের পাঁচটি ওয়াগনে (পণ্যবাহী বগি) পণ্য পরিবহন করা হবে। তিনি বলেন, প্রতিটি ওয়াগনে ৪০ টন করে মোট ২০০ টন আম পরিবহন করা যাবে।