ছিনতাই করা চোরাই স্বর্ণের দুই ক্রেতা আটক

    মুরাদ হত্যার

    বাংলাদেশ মেইল ::

    কম দাম তাই লাভও বেশি। তাই ছিনতাই ও চুরি হওয়া স্বর্ণ কিনত নগরীর চৌমুহুনির স্বর্ণ ব্যবসায়ী হাবিলাসন্দীপ স্বর্ণ শিল্পালয়ের মালিক পুজন ভাদুরি (৪৫) ও মৌলভীপাড়ার মদিনা গোল্ড ফ্যাশনের মালিক লিটন ধর (৩২)।

    স্বর্ণ ছিনতাইকারীকে আটকের পর তার দেওয়া তথ্য মতে এই দুইজনকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
    গতকাল শনিবার (২৬ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানাধীন মৌলভীবাজার ও চৌমুহুনি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    ডবলমুরিং থানার অফিসার ইনচার্য মো,মহসিন  বলেন,গ্রেফতারকৃত পুজন ও লিটন মূলত স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু তারা অতি লোভে ছিনতাইকারীদের কাছ থেকে স্বর্ণ কিনত। দামেও কম লাভও ভাল তাই তাই ছিনতাইকৃত স্বর্ণ কিনত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

    তিনি আরো বলেন,গত ২৩ জুন আকাশ নামের এক ছিনতাইকারীকে আটকের পর তার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। আকাশসহ দুই স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।