পরিবেশ দিবস ও শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

    বাংলাদেশ মেইল ::

    বিশ্ব পরিবেশ দিবস এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বৃক্ষরোপন করা হয়। আজ ৫ই জুন বিকাল ৪টায় পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে জিয়া ট্রি বা নিম গাছ লাগিয়ে বৃক্ষরোপন কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন।
    এসময় নেতৃদ্বয় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনামলে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন এবং তিনি সৌদি আরবকে নিম গাছ উপহার দিয়ে বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। তখন থেকে নিম গাছ সৌদি জনগণের কাছে জিয়া ট্রি হিসেবে পরিচিতি লাভ করে।

    উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, মোঃ আনাছ, নুর জাফর রাহুল, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু কাউছার, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, রকি হোসেন পিচ্ছি, পাহাড়তলী কলেজ ছাত্রদল নেতা মোঃ আসরাফুল মাসুম, সজিব, সাকিব, ইশতিয়াক ও ফারহান সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।