৩৩টি ঝুঁকিপুর্ণ এলাকা চিহ্নিত
    পাহাড় ধ্বসের শংকা,রাঙ্গামাটিতে ২৯ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

    বাংলাদেশ মেইল ::

    ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টির কারনে পাহাড় ধ্বসে প্রাণহানির মতো ঘটনা এড়াতে স্থানীয়দের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে জরুরী সভা করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

    জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভায় রাঙামাটি জেলায় আর কোন প্রাণহানী না ঘটে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

    সভায় জানানো হয়, চলমান বৃষ্টিময় পরিস্থিতিতে রাঙামাটি শহর এলাকায় ৩৩টি ঝুঁকিপুর্ন এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপূর্ন পরিস্থিতির আলোকে সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার আহবান জানানো হয়েছে।

    রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুরর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলার সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান,গণমাধ্যমকর্মীসহ পৗর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
    সভায় জেলা প্রশাসক জানান, ‘২০১৭ সালের যে দূর্যোগ হয়েছে তা মাথায় রেখে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। কোন প্রকার দূর্যোগ দেখা মাত্র রাঙামাটির সকল প্রশাসনকে নিয়ে দূর্যোগ মোকাবেলায় কাজ করা হবে।’

    যাতে রাঙামাটিতে আর একটিও প্রাণহানীর ঘটনা না ঘটে তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

    বিএম/প্রতিনিধি