বাবুল আকতারের দু’সন্তানকে পিবিআইয়ের কাছে হাজির করার নির্দেশ

    বাংলাদেশ মেইল ::

    বাবুল আকতারের দু’সন্তানকে পিবিআইয়ের কাছে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।
    বহুল আলোচিত মিতু হত্যা মামলায় জবানবন্দি নিতে বাবুল আকতার ও মিতু দম্পতির দু’সন্তানকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কর্মকর্তার কাছে হাজির করাতে নির্দেশ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

    মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৩ ‍জুন) বিকেলে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান।
    মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, ‘বাবুল আকতার ও মাহমুদা খানম মিতুর দুই শিশু সন্তান এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। ওই দুই শিশুর কাছ থেকে কিছু তথ্য জানার প্রয়োজন রয়েছে। তাই আদালতে আবেদন জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে ১৫ দিনের মধ্যে দু’শিশুকে হাজির করাতে বাবুল আকতারের স্বজনদের নির্দেশ দিয়েছেন।’

    আদালত সূত্র জানায়, আদেশে ওই দম্পতির দুই শিশু সন্তান আজার মাহমুদ মাহি (১২) এবং তাবাস্সুম (৭) তদন্ত কর্মকর্তার কাছে হাজির করাতে বাবুল আকতারের বাবা আবদুল ওয়াদুদ মিয়া, ছোট ভাই হাবিবুর রহমান সাবুকে নির্দেশনা দেওয়া হয়।