ঈদের দিনে চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৪২৮

    বাংলাদেশ মেইল ::

    ঈদের দিনে করোনায় চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে  । এছাড়া গত ২৪ ঘণ্টায় (২১ জুলাই) ৪২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে । লকডাউনের বিধিনিষেধ শীথিল করা হলেও দৈনিক আক্রান্তের হার উর্ধমুখি ।বুধবার  নমুনা পরীক্ষা কমার সাথে সাথে শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও কমেছে ।

    সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার  (২১ জুলাই) রাতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী মোট ১ হাজার ৬৬১জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে একদিনে শনাক্ত ৪২৫ জন । পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৭৬ শতাংশ। মৃত ২ জনের মধ্যে ১ জন নগরের ও ১জন উপজেলার।

    গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৮ জনসহ চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা ৭৩হাজার ৮১০ জন। নতুন ২ জনের মৃত্যু যোগ করে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬২ জন।

    এদিন সরকারি বেসরকারি ৮ টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় ৪২৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যাদের ৩০২ জন নগরের ও ১২৬  জন উপজেলার বাসিন্দা।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩৬ জনের মধ্যে ৮৪ জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯৩৫  জনের মধ্যে ১৩৬  জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৬৬ জনের মধ্যে ৮৮ জন, ভেটেইনাররী বিশ্ববিদ্যালয় ল্যাবে  ১০৬ জনের মধ্যে ৫৬ জনের, কক্সবাজার মেডিকেলে ১২ জনের মধ্যে ১ জনের  ,

    মেডিকেল সেন্টারে ২৭ জনের মধ্যে ৯ জন, মা ও শিশু হাসপাতালে ৬৯জনের মধ্যে ৪৫  জনের, আরটিআরএল এ ১১ জনের মধ্যে ৯ জনের পজেটিভ ফল পাওয়া যায়।

    বুধবার   বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ২২ জন, পটিয়ায় ৩ জন, বোয়ালখালীতে ৯ জন, রাউজানে ৮ জন, ফটিকছড়িতে ১ জন, হাটহাজারীতে ৬১ জন, সীতাকুণ্ডে ১২ জন, মিরসরাইয়ে ৯ জন  করোনায় আক্রান্ত হয়েছে।

    গেল বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রামে । এক বছর গড়ালেও কমেনি করোনার ঝাঁজ। উপজেলায় রোগী শনাক্তের সংখ্যা বেড়েছে চলতি সপ্তাহে। ঈদের দিনেও করোনায় ২ জনের মৃত্যু হলো চট্টগ্রামে।

    বিএম/ঈদের দিনে