মিয়ানমারে জান্তার নিপীড়নে পাঁচ মাসে ৭৫ শিশুর মৃত্যু

    জান্তার নিপীড়নে

    বাংলাদেশ মেইল ::

    মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালে গত পাঁচ মাসে পুলিশের গুলি ও জান্তার নিপীড়নে  অন্তত ৭৫ শিশু নিহত হয়েছে। একই সময়ে আটক করা হয়েছে এক হাজার শিশুকে। শুক্রবার জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির

    জাতিসংঘ শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওতানি এক বিবৃতিতে বলেছেন, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে বহু শিশুকে আটক করা হয়েছে। এ ছাড়া অনেকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

    খবরে বলা হয়, মিয়ানমারের নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশজুড়ে বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন চালাচ্ছে জান্তা সরকার। ওতানি বলেন, শিশুরা নিয়মিতভাবে জান্তার নিপীড়নে  নির্যাতিত এবং নির্বিচার গুলির শিকার হচ্ছে।