দক্ষিণ আফ্রিকায় ব্যাপক সহিংসতা, গ্রেপ্তার ২৮

    দক্ষিণ আফ্রিকায় ব্যাপক সহিংসতা, গ্রেপ্তার ২৮

    বাংলাদেশ মেইল ::

    সাবেক প্রেসিডেন্ট জেকব জুমার গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা জুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২৮ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার বিক্ষোভকারীরা দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান একটি সড়ক অবরোধ করে রাখেন। ছবিতে দেখা যায়, সড়কটিতে টায়ারপুড়িয়ে প্রতিবাদ করছেন বিক্ষোভকারীরা।

    বিক্ষোভের শুরু হয় জেকব জুমার জন্মস্থান খাওজুলু-নাতাল প্রদেশ থেকে। দেশটির আদালতের রায়ে ১৫ মাসের জেল হওয়ার পর পুলিশের কাছে আত্মসমর্পন করেন তিনি। এর আগে জুমা সমর্থকদের কাছে বলেন, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

    এদিন দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতে মামলার রায়ের বিরুদ্ধে আবেদনও করেছিলেন জুমা। কিন্তু আদালত তার এ আবেদন প্রত্যাখ্যান করে দেয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ক্ষমতায় থাকাকালে তিনি আদালত অবমাননা করেছেন।

    দক্ষিণ আফ্রিকায় ব্যাপক সহিংসতা/বিএম/আ.আ