চট্টগ্রামে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই আটক করার নির্দেশনা

    বাংলাদেশ মেইল ::

    সপ্তাহ জুড়ে চট্টগ্রামে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ার কারনে লকডাউনের সময়ে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। এসময় বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলে আটক করার নির্দেশনা দেয়া হয়েছে।

    মঙ্গলবার (৬ জুলাই)  সকালে  চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে এমন নির্দেশনার  কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান।

    জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান বলেন, নগরীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেয়া হয়েছে, যাতে কোন পরিস্থিতিতে নমনীয়তা না দেখান। সুনির্দিষ্ট কারন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই আটক করার নির্দেশনা দেয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এছাড়া কোন উপায় নেই। ‘

    মোমিনুর রহমান আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ইতোমধ্যে বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। আমাদের ১৪ জন ম্যাজিস্ট্রেট আজ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালাবে। পাশাপাশি বিআরটিএর দুইজন ম্যাজিস্ট্রেটও থাকবেন। এছাড়া সাথে থাকবেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার।’

    প্রসঙ্গত, সোমবার (৫ জুন) ৬৬২ জনের করোনা শনাক্ত হবার পাশাপাশি চট্টগ্রামে করোনায় মৃত্যু হয় ৯ জনের৷