কঠোর লকডাউনে করোনার বিস্তার
    চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ৮০১

    ১১ জনের মৃত্যু

    বাংলাদেশ মেইল ::

    কঠোর বিধিনিষেধ আরোপের ২য় দিনে চট্টগ্রামে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার চট্টগ্রামে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮৫ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮০১ জন। জেলায় এখন মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৫ হাজার ৩৬৩ জনে।

    রবিবার  (২৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮০১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৬৯ ও উপজেলার ৩৩২ জন। একই দিন চট্টগ্রামে ১১ জনের মৃত্যু হয়েছে।

    জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১১৮ জন, ভেটেইনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

    একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৪ জনের, অ্যান্টিজেন টেস্টে ৩২৪ জন, ইম্পেরিয়াল হসপিটালে ৩৯ জন, আরটিআরএলে ৩০ জন, এবং শেভরন হাসপাতালে ১১৫ জনে করোনা শনাক্ত হয়।

    উপজেলা পর্যায়ে সাতকানিয়ায় ৩ জন, লোহাগাড়ায় ৩ জন, বাঁশখালীতে ২০ জন, আনোয়ারায় ২৮ জন,চন্দনাইশে ২ জন, পটিয়ায় ৩৬ জন, বোয়ালখালীতে ৩৭ জন, রাঙ্গুনিয়ায় ৩৮ জন, রাউজানে ৪০ জন, ফটিকছড়িতে ৫ জন, হাটহাজারীতে ৬৬ জন, সীতাকুণ্ডে ১৯ জন, মিরসরাইয়ে ১২ জন, সন্দ্বীপে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।