খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

    বাংলাদেশ মেইল ::

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

    রোববার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়।

    জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলভর্তি কেএন-১৭ ট্রেনটি রোববার দিবাগত রাতে উথলী স্টেশনের লুপ লাইনে প্রবেশ করে দাঁড়িয়েছিলো। ঢাকাগামী আপ ৭২৫ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে দর্শনার দিকে চলে যাওয়ার কিছুক্ষণ পর তেলবাহী ট্রেনটি সিগন্যাল ক্লিয়ার পেয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় তেলবাহী ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়।

    এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছে অসংখ্য যাত্রী।

    স্টেশন মাস্টার আলী আহাম্মদ জানান, সোমবার সকাল ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে উদ্ধার কাজ শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে।