কাল থেকে খুলছে দিল্লির স্কুল-কলেজ

    দিল্লির স্কুল-কলেজ

    বাংলাদেশ মেইল::

    বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) থেকে দিল্লির স্কুল, কলেজ ও কোচিং সেন্টারে ক্লাস শুরু হতে যাচ্ছে।সোমবার দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিভিন্ন নীতিমালা ঘোষণা করেছে।

    নীতিমালার মধ্য রয়েছে-

    ১. জরুরি ব্যবহারের জন্য কোয়ারেন্টিনকক্ষ চালু করা।

    ২. সামাজিক দূরত্ব বজায় রাখা।

    ৩. সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা।

    ৪. লকডাউন জোনে থাকা ছাত্র-শিক্ষকেরা ক্লাসে আসতে পারবেন না।

    ৫. সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে স্কুলে।

    ৬. নির্দিষ্ট দিনে সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী ক্লাসে আসতে পারবে না। একইসাথে বিষয়টি মাথায় রেখে স্কুলগুলোকে রুটিন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে দিল্লি সরকার ঘোষণা দিয়েছিল, করোনার কারণে বন্ধ থাকা দিল্লির  শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।

    প্রথমে সরকারি-বেসরকারি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে। কোচিং সেন্টারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।তবে, প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে এখনই আসতে হবে না।

    বিএম/দিল্লির স্কুল-কলেজ