৭ আগস্ট নগরীতে মডার্না ভ্যাক্সিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

    মডার্না ভ্যাক্সিন

    বাংলাদেশ মেইল ::

    ৭ আগস্ট  মডার্না ভ্যাক্সিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে চট্টগ্রাম নগরীতে। রাহাত্তারপুলস্থ মজিদিয়া আলিম মাদ্রাসা কবরস্থান সংলগ্ন চত্বরে স্থাপিত বুথ থেকে টিকাদান কার্যক্রম  আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

    তিনি আজ বুধবার পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে টিকা গ্রহণকারীদের নিবন্ধন কার্যক্রম পরিদর্শণকালে এ তথ্য জানান। মেয়র রেজাউল করিম  বলেন, আঠার বছরোর্ধ্ব প্রত্যেকেই টিকা গ্রহণে নিবন্ধকৃত হওয়ার সুযোগ পাবেন। যাতে প্রত্যেকেই টিকা গ্রহণে নিবন্ধনভ’ক্ত হন সে ব্যাপারে চসিক সচেষ্ট। নিবন্ধনকৃতরা যে কেন্দ্র বা বুথে টিকার প্রথম ডোজ নেবেন দ্বিতীয় ডোজও সেখান থেকে নেয়া বাধ্যতামূলক।

    পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর তত্বাবধানে নিবন্ধন কার্যক্রমে উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, মো. আবদুল মালেক, সাদেক হোসেন, খালেদ মোশাররফ হোসেন, জাবেদ খান, আওলাদ হোসেন, সৌমেন বড়ুয়া, মো. সাঈদ আবদুল্লাহ প্রমুখ।

    বিএম/মডার্না ভ্যাক্সিন