মুম্বাইয়ের তিন রেলস্টেশন ও অমিতাভ বচ্চনের বাংলোয় বোমাতঙ্ক

    বাংলাদেশ মেইল::

    মুম্বাইয়ের তিন স্টেশন ও অমিতাভ বচ্চনের বাংলোয় বোমা রাখা রয়েছে বলে মুম্বই পুলিশের কাছে ফোন আসে। এই ফোন পেয়ে তড়িঘড়ি নিরাপত্তা বাড়ানো হয় ওইসব জায়গায়। যদিও তাতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রের খবর।

    শুক্রবার রাতে মুম্বাই পুলিশের মেইন কন্ট্রোল রুমে একটি ফোন আসে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোনে বলে, lমুম্বাইয়ের ছাএপতি শিবাজী টার্মিনাস, বাইকুল্লা ও দাদর রেলস্টেশনে এবং জুহুতে অভিনেতা অমিতাভ বচ্চনের বাংলোয় বোমা রাখা রয়েছে।

    সঙ্গে সঙ্গে চার জায়গায় নিরাপত্তা বাড়িয়ে তদন্তে নামে পুলিশ।ফোন পাওয়ার পর পুলিশ, আরপিএফ, বম্ব ডিটেকশন ও ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। শুরু হয় তল্লাশি। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

    কিন্তু, এই জায়গাগুলিতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা আছে। তার জেরেই দুই ব্যক্তি গ্রেফতার হলেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা দু’জনেই মত্ত অবস্থায় এই ফোন করেছিলেন। গ্রেফতারের পরে সেই দুই ব্যক্তির দাবি, তাঁরা নাকি মুম্বাই পুলিশের দক্ষতা ও তৎপরতার পরীক্ষা নিতে চাইছিলেন।

    বিএম/ মুম্বাইয়ের