রাউজানে মাদ্রাসার উপাধ্যক্ষকে অপহরনের অভিযোগ

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামের রাউজানের কাগতিয়া এশাতুল উলুম কামিল (এমএ) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বদিউল আলমকে নিজ বাড়ি থেকে অপহরন করা হয়েছে বলে করেছেন তার পরিবার।

    শুক্রবার (১৩ আগস্ট) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বদিউল আলমের পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে তার ব্যক্তিগত মুঠো ফোনটি বন্ধ রয়েছে।

    অপহরনের শিকার হওয়া মাওলানা বদিউল আলমের ছেলে শফিউল আলম জানান, রাত নয়টার দিকে মগদা গ্রামের বাড়ি থেকে ২০/৩০ জন লোক আমার বাবাকে ধরে নিয়ে যায়। কাগতিয়ার আরিফ,মাসুদ নামের দুই ব্যাক্তিকে চিনতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি জানানো হয়েছে। ‘

    জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন বলেন, অপহরনের বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। এমন কোন ঘটনা ঘটে থাকলে পুলিশ ব্যবস্থা নেবে। ‘

    রাত এগারোটার দিকে শফিউল আলম প্রতিবেদককে ফোন করে জানান, তার বাবা মাওলানা বদিউল আলমকে অপহরনকারীরা থানায় রেখে গেছে।স্থানীয়ভাবে এমন খবর পেলেও পরিবারের সাথে এখনো তার কোন যোগাযোগ হয়নি।