হাসপাতালে বাড়ছে ডেগু রোগীর ভীড়

    হাসপাতালে বাড়ছে
    বাংলাদেশ মেইল ::

    সারাদেশে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর ভীড়।নতুন করে আরও  ২১৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২০৮ জন।  আগস্টে এ পর্যন্ত ১ হাজার ২৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৫৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ১২ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৪৩ জন।  চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৯০১ জন।

    সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ হাজার ৮৩৬ জন।  এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।
    বিএম /হাসপাতালে বাড়ছে