চকরিয়া পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আলমগীর চৌধুরী

    কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

    সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পৌরসভার পঞ্চম নির্বাচনে চকরিয়ায় বেসরকারীভাবে পৌর পিতা নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী।

    এনিয়ে তিনি টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন। বিজয়ী নৌকা প্রতিকের আলমগীর চৌধুরী ১৮টি কেন্দ্রে ভোট পেয়েছেন ২১ হাজার ৭৮৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির ব্যানারে নারিকেল গাছ প্রতিক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াবুল হক। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ৮৮৬টি।

    জয় ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১১ হাজার ৯০১টি।

    ইভিএম পদ্বতিতে চকরিয়া পৌরসভায় অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ভোট প্রয়োগ হয়েছেন প্রায় ৬৫ শতাংশ।

    এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রাশেদা বেগম, ফোরকানা আরা বেগম ও আঞ্জুমান আরা বেগম।

    সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে মো.নুরুস শফি, ২নং ওয়ার্ডে মো.সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে হানিফ ইসলাম, ৪নং ওয়ার্ডে জাফর আলম কালু, ৫নং ওয়ার্ডে ফোরকানুল ইসলাম তিতু, ৬নং ওয়ার্ডে আব্দু সালাম, ৭নং ওয়ার্ডে নুরুল আমিন, ৮নং ওয়ার্ডে মুজিবুল হক ও ৯নং ওয়ার্ডে বেলাল উদ্দিন ।

    বিএম/আলমগীর চৌধুরী