বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্বার, আটক-৬

    কোটি টাকার

    বাংলাদেশ মেইল ::

    জোবাইর চৌধুরী, বাঁশখালী

    চট্রগ্রামের বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্বার করেছে। শুক্রবার ও শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে ২৮ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্বার করা হয়।উভয় অভিযানে ৬ পাচারকারীকে আটক করা হয়।আটককৃতদের রবিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলামের নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৯টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৬ হাজার ৮শ’ পিস ইয়াবা সহ বান্দরবানের লামা, আব্দুল্লাজিরী, পাপিয়াখালীর মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী ওয়াছ খাতুন ও টেকনাফের কুতু পালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার রশিদ আহমদের পুত্র আবুল কালাম (৩০) কে ১ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।অপরদিকে শুক্রবার রাতে পরিচালিত অভিযানে ১০ হাজার ৮’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করে পুলিশ।এদিকে কোটি টাকার ইয়াবা উদ্বার ও ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন এস,আই আকতার হোসেন আতিক।তাছাড়া ইয়াবা উদ্ধার সংক্রান্ত পৃথক পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    উল্লেখ্য, বাঁশখালী-পেকুয়া সড়ক হয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় সময় ইয়াবা পাচারকারির সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ দীর্ঘদিনের।এ সড়কে পুলিশের মোবাইল টিম অভিযান পরিচালনা করলে কিছু না কিছু ইয়াবা পেয়ে থাকে। প্রায় সময় ইয়াবাসহ নারী ইয়াবা পাচারকারী আটক হয়। আবার অনেক সময় নানা কৌশলে পার পেয়ে যায়। তাই বাঁশখালী-পেকুয়া সড়কে প্রতিনিয়ত ইয়াবা প্রতিরোধে স্থায়ী পুলিশ ফাঁড়ি বসানোর দাবি করেছে সাধারণ জনগণ।

    বিএম/কোটি টাকার