সেপ্টেম্বরের প্রথম চারদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

    ডেঙ্গুতে
    বাংলাদেশ মেইল::

    চলতি মাসের (সেপ্টেম্বর) প্রথম চারদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মোট ৫১ জনের মৃত্যু হলো।শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

    তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৩২ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে দুই জনের।চলতি বছর ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ১১ হাজার ৫০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ১০ হাজার ১৭৪ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১ হাজার ২৭৩ জন।

    উল্লেখ্য, করোনার মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব বিস্তার না করতে পারলেও ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর ১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়। মারা যায় ১৪৮ জন। ডেঙ্গুতে এত মৃত্যু আর কখনও দেখেনি দেশ।এর আগে ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ২০০২ সালে, সেবার ৫৮ জনের মৃত্যু হয়। এছাড়া ২০০১ সালে ৪৪ জন মারা যায়।