চকবাজারে নুর মোস্তাফা টিনুর চমক

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনে চমক দেখিয়েছেন কারাবন্দী যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনু। প্রতিদ্বন্দি সব প্রার্থীকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে।

টিনুর বিজয়ে সহায়ক ভূমিকা রেখেছে নিজ কেন্দ্র কাপাসগোলার ভোট। যদিও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফের অনুসারীরা বিষয়টিকে সুক্ষ্ম কারচুপি হিসেবে দেখছেন। অন্যদিকে নতুন প্রার্থী হিসেবে আলী আকবর চৌধুরী  মিন্টু দিনভর আলোচনায় ছিলেন। সাতটি সেন্টারে বিজয়ী হলেও শেষ পর্যন্ত কাপাসগোলার ভোটে তাকে তিন নাম্বার তালিকায় ফেলে দেয়৷ কাঁটাচামচ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৭৩৫ ভোট।

এলাকাভিত্তিক ইজম কাজ করেছে প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে। চন্দনপুরা পশ্চিম গলির ভোটে আব্দুর রউফকে প্রতিদ্বন্দ্বিতার শীর্ষে পৌছে দিলেও শেষ পর্যন্ত বিজয় তিলক জুটেছে নুর মোস্তাফা টিনুর কপালে। আব্দুর রউফ ৭৭৩ ভোটে ২ য় স্থানে রয়েছেন।

চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে মোট ভোট গ্রহণ হয়েছে ৬৯৩২টি। শতকরা হারে যা ২১ দশমিক ৬৩ শতাংশ। কাউন্সিলর পদে কারাবন্দি নূর মোস্তফা টিনু পেয়েছেন ৭৮৯ ভোট ।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ১৫ টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪ টায়। কঠোর নিরাপত্তায়,সুষ্ঠুভাবে ইভিএম প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন চকবাজার ওর্য়াডের ১৫ টি কেন্দ্রের প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল প্রকাশ করে যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু জয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাবন্দী টিনুর পক্ষে তার স্ত্রী মাহিয়া নূরের সক্রিয় প্রচারণা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভোটারদের সহানুভূতি পেতে। টিনুর ছোটভাই ছাত্রদল নেতা শিপুর কারনে বিএনপির ভোট ব্যাংকেও হানা দিতে পেরেছেন টিনু। ভোটের মাঠে চকবাজার ছাত্রলীগের সভাপতি ইভানসহ বেশকিছু উঠতি বয়সী কর্মি জেল বন্দী  টিনুর শুন্যতা পুরনে কাজ করেছে। আওয়ামী লীগ থেকে ১৯ জনসহ মোট ২০ প্রার্থী নির্বাচন করায় সুবিধাটাকে কাজে লাগাতে সমর্থ হোসেন নুর মোস্তফা টিনু অনুসারীরা।

এদিকে, নানা অভিযোগে আলোচনায় থাকা কারাবন্দী যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনুর জয়ী হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃস্টি হয়েছে হাস্যরস। সব সমালোচনার পথ মাড়িয়ে চমক দেখাতে সক্ষম হয়েছেন টিনু।