পূজামণ্ডপে পবিত্র কোরআন: অভিযুক্ত ইকবাল কক্সবাজারে গ্রেফতার

বাংলাদেশ মেইল ::

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দশটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া  ইকবাল হোসেন (৩৫) কুমিল্লার সুজানগর এলাকার নূর আহমেদ আলমের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, ‘ইকবাল নামের একজনকে কিছুক্ষণ আগে কক্সবাজার শহর থেকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাকে কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।’

এর আগে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়।  কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গতাকাল এ ঘটনায় একজনকে চিহ্নিত করার বিষয়টি নিশ্চিত করেছিলেন । গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার  বলেন, পুলিশের একাধিক সংস্থার তদন্তে এই নাটকীয় অগ্রগতি হয়েছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।