পরিবেশ দূষণের অপরাধে চার ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ দূষণের
বাংলাদেশ মেইল ::
পাহাড় কাটা, ইটিপি কার্যকর না থাকা, পরিবেশগত ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনা এবং পরিবেশ দূষণের অপরাধে চট্টগ্রামের ৪ ব্যক্তি ও  প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ নভেম্বর) শুনানি শেষে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

পরিবেশগত ছাড়পত্র ও ইটিপিবিহীন কারখানা পরিচালনার করায় আগ্রাবাদ এলাকার শাহজালাল ওয়াশিং প্লান্টকে ৮০ হাজার টাকা, নাসিরাবাদ এলাকার আরএমএম ট্রেডিংকে ৮০ হাজার টাকা ও পরিবেশগত ছাড়পত্রবিহীন কারখানা পরিচালনা করায় পানওয়ালাপাড়া এলাকার মদিনা মেটালকে ২০ হাজার টাকা এবং আকবরশাহ থানার উত্তর পাহাড়তলী এলাকার ৬শ’ বর্গফুট পাহাড় কাটায় মো. শামশুল আলম নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, ‘পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইটিপিবিহীন প্রতিষ্ঠান পরিচালনা এবং পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার দায়ে চার ব্যক্তি প্রতিষ্ঠানকে শুনানিতে হাজির থাকার নোটিশ দেয়া হয়। শুনানি শেষে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৭ মোতাবেক অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ আদেশ প্রতিপালনে তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে।’