ফটিকছড়িতে ভোটকেন্দ্রে সংঘর্ষে এক জনের মৃ্ত্যু ,আহত ২

ভোটকেন্দ্রে
বাংলাদেশ মেইল::
চট্টগ্রামের ফটিকছড়িতে কয়েকটি ভোট কেন্দ্রে দুই মেম্বার পদপ্রার্থী সমর্থকদের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সফি নামে একজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই মেম্বার প্রার্থী সরোয়ার ও বেলালকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালঘাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) মো. শামসুদ্দিন।

 

এ সময় মেম্বার প্রার্থী আজাদসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন— রাসেল, রাব্বি, আবুল হোসেন নামে বেশ কয়েকজন।ওসি (তদন্ত) মো. শামসুদ্দিন বলেন, লেলাং ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দ বাজারে ইউপি মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্থানীয় ব্যবসায়ী মো. সফি নিহত হন।

জানা যায়, উপজেলার বাগানবাজার হলুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও মেম্বার প্রার্থী সমর্থকদের মাঝে এই মারামারির ঘটনা ঘটে। পাইন্দং বেড়াজালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও মেম্বারপ্রার্থী কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা গেছে। পরে আইনশৃংঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দায়িত্বে রয়েছে ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন— রায়হান মেহেবুব, আশরাফুল হাসান, হিমাদ্রী খিসা, নাঈমা ইসলাম, মিল্টন বিশ্বাস, তানভীর হাসান, চৌধুরী এস এম আলমগীর, মামনুন আহমেদ অনীক, রাজীব চৌধুরী, শিরীন আক্তার, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ আতিকুর রহমান, মাজহারুল ইসলাম, মো. আবু রায়হান।

এই উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ২ ইউনিয়ন ভক্তপুর ও লেলাং ইউপিতে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়া আব্দুল্লাহপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। তবে বাকি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এছাড়া এই উপজেলায় বাকি ১১টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ২৬ জন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ২৭৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৪ হাজার ৯১ জন।

বিএম/ভোটকেন্দ্রে